কোলের শিশু মাটিতে রেখে
মা কাজ করে মাঠে
সুখের নিদ্রায় মগ্ন শিশু
মাটির বিশাল খাটে।
কান্না কাটির নেইকো আওয়াজ
ঘুমায় শিশু বেশ
মায়ের আদর দিচ্ছে মাটি
ধরতে সুখের রেশ।
পোকা-মাকড় সাপ বিচ্ছুর
সকল ভয় ভুলে
কাজ করে মা মাঠের বুকে
অযত্নে মানিক ফেলে।
অভাব যার ললাট লিখন
নিত্য চলার সাথী
কাজের মাঝে তারাই খোঁজে
হীরা মানিক মতি।
ক্ষুধার জ্বালা বড় জ্বালা
ভুলে আপন পর
নীতি ধর্ম ভঙ্গ করে
কেহ জ্বালায় ঘর।
এই জীবনের সুখের তরে
মানুষও পশু হয়
জগৎ জুড়ে ভুড়ি ভুড়ি
এমন প্রমাণ রয়।
(১১/০১/২১ইং)