মন বুঝেনা পাখি আমার কয় না কথা হেসে
তবু তাকে মায়া করে রাখি মনে পুষে।
মাঝে মাঝে উড়ে গিয়ে বসে গাছের ডালে
কয়না কথা কাছে এসে মায়া গেছে ভুলে।
ও পাখি মন বুঝেনা ঢং বুঝেনা শুধু করে মান
চোখের কোণে তাইতো বহে শোকে অশ্রু বান।
মনের ভাষা চোখের ভাষা বুঝে নাকো পাখি
তারে ছাড়া এই জগতে আমি কি যে দুখী।
পাখির প্রতি আমার মনে কি যে আছে মায়া
দূরে গেলেও দেখি শুধু সেই পাখিটার ছায়া।
কবে জানি বুঝবে পাখি এই মনের কি জ্বালা
হাসি মুখে কাছে এসে খুলেবে প্রেমের তালা?
মধুর সুরে ডাকে যখন পাখি গাছের ডালে
মনে চায় উড়ে গিয়ে লই গো তারে কোলে।
দিসনা পাখি জ্বালা আর গাছের ডালে নেচে
তোর অনুরাগ পেলে আমার পরাণ যাবে বেঁচে।
আয়রে পাখি খেলা করি থাকিস নারে দূরে
শান্তি সুখে থাকবো মোরা মিলে একই ঘরে।
        (১৬/৮/২১ইং,দুঃ২ঃ৫০মিঃ)