প্রথম বসন্তে দেখেছিলে
যে চোখে আমায়
সে চোখ কি চলার গতি
কখনো তোমার থামায়?
যে কথায় দুু'টি মন
নীরবে হয়েছিল এক
সে কথা কি কভূ বলে
ভেবে মোরে দেখ?
যে হাসিতে একদিন
ছুঁয়ে ছিলে মন
সে হাসি কি আগের মত
করে গো এমন?
যে চোখের পাতা টিপে
কাছে ডেকে ছিলে
যাতনায় সে পাতা কি
ভিজে কভূ জলে?
যে ঠোঁটে চুমে ছিলে
মনের ঐ সাধে
সে ঠোঁট কি কেঁপে ছিল
অপেক্ষার সে রাতে?
সোহাগে একদিন যে বুকে
আমাকে দিয়েছিলে ঠাঁই
সে বুক কি মাঝ রাতে
পোড়ে হয় ছাই?
   (০২/০৩/২১ইং)