মানুষ হলে
               মোঃতওহিদুল ইসলাম

দম্ভের স্তম্ভে ছলনার কারুকার্য এঁকে
বিলাসি জীবনের ব্যর্থ চেষ্টায় পা বাড়িওনা
আলাদীনের চেরাগ সেখানে খোঁজে পাবেনা।
নিষ্ঠুরতার জাল বুনে মৃত্যুর মিছিল দীর্ঘ করে
জীবনের মূল্যবান সময় অকাজে নষ্ট করোনা
অশ্রুজল কখনো তোমার পিছু ছাড়বেনা।
পেশিশক্তি বাহুবল অহংকার সেতো ক্ষণিকের
বিবেকের ঘরে আবর্জনার জঞ্জাল রেখোনা
সেখানে ইবলিশের আস্তানা গড়ে তুলোনা।
প্রেম পূজারী হও সভ্য মানুষ বিনির্মাণে
সততা শ্রমে কাজ করে যাও হাসিমুখে
সুখ এসে হাসিমুখে তোমার পিছু নেবে।
শান্তির ফয়সালা খোঁজে পাবে খুব সহজে
ক্ষতির চেষ্টা ভেস্তে যাবে বালির বাঁধের মতো
সবাই তোমাকে মান্য করবে পীরের মতো।
হার মানবে তোমার কাছে মানবতার কর্ম দেখে
তুমি যদি মানুষ হও মনুষ্যত্ব গুণে ধরনীর বুকে
কাঁদবে সবাই তোমার তরে থাকো যদি কষ্ট শোকে।
                      (০৭/০৫/২১ইং)