তুমি সুন্দর তুমি মহান হে প্রিয় অন্তযামী
তব করুণা গুণে মানব সৃজন করেছো দামী।
চন্দ্র সূর্য্য গ্রহ তারা বৃক্ষ লতা জগতে অাছে যত
মানবের সুখে সকল কিছু করেছো অনুগত।
হে জগৎ অধিপতি সৃষ্টির স্রষ্টা রহিম ও রহমান
তোমার প্রেমের অমিয়ধারা সৃষ্টিতে দেখি বহমান।
সত্য প্রেমের নিগুঢ় ছোঁয়ায় মন রাখতে সচেতন
আলোর আভা দাও ছড়িয়ে খুশি হয়ে সারাক্ষণ।
ক্লান্তি ভুলতে ঘুম দিয়েছো ওহে প্রিয় মহিয়ান
তোমায় ডাকতে জ্ঞান দিয়েছো তুমি বড় দয়াবান।
তোমার তুলনা তুমি আল্লাহ তুমি মালেক সাঁই
আহার রিজিক সব দিয়েছো সৃষ্টির যাহা চাই।
তুমি ছাড়া বাঁচার সাধ্য কারো দেখি নাই
কত যে দয়া তোমার তার ইয়ত্তা খুঁজে নাহি পাই।
ভুলকে যদি ফুল বানিয়ে রাখো তোমার পাশে
সৃষ্টিরা সব আনন্দে কি ডাকবে নাকো হেসে?
তুমি যদি ক্ষমা করো তোমার গুণ মানে
চিরশান্তির রাস্তা খুঁজে পাবো সঙ্গোপনে।
                       (২৩/৮/২১ইং)