বিবেক মাঠে আগের মতো হয়না আলোর চাষ
ছল- ছাতুরীর ঘৃণ্য ফসল ফলে বারো মাস।
পেশির জোরে হারাম খেয়ে বুক ফুলিয়ে চলে
দেন দরবারে সত্য লুকায় নগদ কিছু পেলে।
ওরাই এখন ভদ্র মানুষ এই সমাজের বুকে
অদল বদল জবর দখল তারাই করে সুখে।
ধান্দা করার স্বপ্নে বিভোর ঐ হারামীর দল
পশুর সাথে একই ঘাটে করে আজ গোসল।
যাদের শ্রম রক্ত ঘামে সুখের চাকা ঘোরে
শান্তি ও সুখ পায়না তারা এই অবনী পরে।
নাদুস নুদুস রূপ চেহারা ভদ্র লোকের বেশ
সমাজ নষ্টের ফন্দি এঁটে তারা পাকায় কেশ।
আঁধার ঘরে বোধের আলো জ্বলবে কবে ভবে
মানুষ পশুর ভিন্ন কর্ম আবার কবে হবে?
                   (১৪/০৬/২১ইং)