কোথায় যে আজ হারিয়ে গেলো মন খুশির ঐ মেলা
শ্যামল মাঠের বুক জুড়ে আজ বিষণ্নতার মেলা।
নিষ্ঠুরতার নিধন খেলায় উপচে পরা  ভীড়
শোকের জলে ভাসছে দেখি  ছোট বড় নীড়।
বৈরী হাওয়ায় বৃক্ষ শূন্য নেইকো শীতল ছায়া
আগের মতো ভেজাল মুক্ত নেইকো মানব মায়া।
লোভ লালসা ঠাঁই পেয়েছে হৃদয় জুড়ে আজ
প্রমাণ মিলে শত শত দেখি যত কাজ।
বিপদ দেখে কেউ আসেনা আগের মতো ছুটে
মায়ার বাঁধন মিল মহব্বত সকল গেছে টুটে।
হিংসার ফ্রেমে শান্তির পায়রা হচ্ছে নিতুই বন্দি
অজ্ঞরা সব করছে দখল করে নানা ফন্দি।
    (২১.০৮.২০ইং,রাঃ৯:১০)