দুষ্টু দাদা রাগ করছে
দাদীর সাথে আজ
রাত্রি বেলা দেয়নি কেন
গায়ে শীতের সাজ?
কাজ করেনা কোন কিছু
রাগে খায়না ভাত
দাদীর সাথে থাকবেনা আর
ভুলেও এখন রাত।
এমন কথা শুনে দাদী
মুসকি হেসে কয়
রঙ ঢঙ্গের কথায় আর
আমি পাইনা ভয়।
এই সংসারে এসে আমি
ঢঙ দেখেছি কত
তবু আমি এই জীবনে
কভূ হইনি নত।
মুরাদ তোমার কত আছে
সবই আমি জানি
সেবা করার হুকুম আছে
তাই তোমারে মানি।
একা থাকলে কষ্ট পাবে
চল ঘরে যাই
সুখে দুখে বাকী জীবন
এক সাথে কাটাই।
(১০/১২/২০ইং)