নষ্ট কষ্টের কারণ হতে চাইনা বন্ধু আমি
ভরা গাঙে সাঁতার কেটে খুশি হইও তুমি।
তুমি সুখী হলেই বন্ধু আমার মনে সুখ
দিবোনা তাই বন্ধু আমি তোমার মনে দুখ।
চাইনা আমি তোমার পথের কাঁটা হতে কভূ
তুমি কেন এমন ভাব তা বুঝিনা তবু।
মান গরিমা একটু কমাও পরের পানে চেয়ে
তুমি হয়তো থাকবে সুখে আমি দুখের নায়ে।
নাইবা রাখলে যতন করে তোমার কোলে ঢেকে
খুশি হইও দূর থেকে আমার মুখটা দেখে।
এর বেশি আর চাইনা আমি আজকে অন্য কিছু
দোহাই লাগে,অন্যের কাছে করোনা গো নিচু।
কথা দিলে কথা রাখো এটা আমি জানি
পারলে আমায় ক্ষমা করো ওগো সোহাগিনী।
        (১৬/৮/২১ইং,রাঃ১২ঃ১০মিঃ)