আমি কি চাই জানতে চাইলেনা কোন দিন
শোনতে চাইলেনা জীবনের ইতিহাস
আমাকে দেখে শুধু নীরবে হেসে গেলে
কি করে তবু আমার প্রতি এত বিশ্বাস?
চলার পথে হোঁচট খেয়ে হারিয়েছি গতি পথ
ছন্নছাড়া পথিক আমি জগতের একজন
আমার কাছে এসোনা কখনো বন্ধু ভেবে
দূরে থেকো, মাখামাখির নেই প্রয়োজন।
তোমার মত বিশ্বাস আমিও করেছিলাম
বিনিময়ে কি পেলাম লাঞ্ছনা হতাশা ছাড়া
জগৎ সংসার বড় কঠিন বড় স্বার্থপর
অন্ধ মোহে আপন ভুলে সকলেই দিশেহারা।
কপট সাধু ভন্ড ওরা মুখে থাকে মধুর মায়া
ছলনার ছলে কাছে এসে শুধু করে সর্বনাশ
কথার মার প্যাচে লুটেপুটে খায় সব দম্ভ করে
মানুষ রূপী শয়তান ওরা কর্ম সবই বিনাশ।
জীবন যুদ্ধে পরাজিত এক সৈনিক আমি
ভালো মন্দ বুঝার শক্তি আজ আমার নেই
আমাকে দূর থেকে যতটুকু জানতে পেরেছো
বুঝতে পেরেছো তাই যথেষ্ট, এগিয়ে লাভ নেই।
অধিক বিশ্বাসের পরিণাম জগতে মন্দই হয়
অতি কাছের মানুষই নির্দ্বাধায় বুকে ছুরি মারে
স্বজনহারা লোকের মতো পাশে বসে কাঁদে
ভালোবাসার নামে হৃদয় ভেঙ্গে তামাশা করে।
তোমার বিশ্বাস হয়তো আমি ও হারাতে পারি
আমাকে ক্ষমা করো আজিকার মতো তুমি
আস্থার জায়গা আজ সকলই দেখি শূন্যপুরী
ভুলে গিয়ে তুমি সুখে থাকো এটাই চাই আমি।
(১৭/০৭/২১ইং)