তারা ভরা জ্যোৎস্না রাতে
কেউ এসে কি ডাকে
নাকি কারো ধ্যানে,ঘুম আসেনা
আগের মতো চোখে?
কুসুমবাগে রোজ নিশীতে
যাও কি কারো খোঁজে
নাকি অন্তর্জ্বালায় যাওনা সেথা
অতীত কারো ত্যাগে?
চলার পথে কারো ছবি
যখন ভাসে চোখে
গভীর ব্যথায় কান্না কি গো
আসে পুরোনো শোকে?
নিত্য নতুন পোষাক পরে
যতই থাকো সেজে
ব্যস্ত থাকো সদাই তুমি
অন্যের মন্দ কাজে।
জানি তুমি শান্তি বিহীন
আছো পরম সুখে
মনের আড়াল হলেও আমি
আছি তোমার চোখে।