সুন্দর পৃথিবী সাজিয়ে প্রভূ ধন্য করেছে এই ভূমি
অদ্ভুত যুগে এসেছি বলে কিছুই দেখিনী আমি।
চোখ থেকেও সকল কিছু পারিনা দেখতে আজ
বদলে গেছে কালের স্রোতে যুগের এই সমাজ।
রুদ্র কণ্ঠ শুনিনা শব্দ বিবেকের দোয়ার সব বন্ধ
বেহায়া মন অস্থির চিত্ত অদৃশ্য কারণে আমি অন্ধ।
সুখের আঙ্গিনা ছেড়ে ভ্রান্তপথে ঘুরি দিবা নিশী
লাঞ্ছনা ব্যঞ্জনা সয়ে যুগের প্রতি তবু থাকি খুশি।
অভিমানী ঝড়ে সুখের ঘর আচমকা যায় উড়ে
বিষণ্নরা দৌড়ে এসে খুশিতে যে আমায় ধরে।
ঠিকানা বিহীন অসহায় মানুষ বড় ক্ষুর্ধাত আমি
আর যে পারিনা সইতে প্রভূ কেন দেখনা তুমি?
পাষাণ পৃথিবী অসহায় প্রাণের কেউ রাখেনা খবর
জন্মের সাধ কি এটাই প্রাপ্য এই কি সুখের নজির?
দেখ্ চেয়ে,আর কতকাল এভাবে থাকবো পরে
স্বার্থের মোহে দেখ্ মানুষ জগতে কি কাজ করে?
(২৭/৮/২১ইং)