ছড়া
      মোঃতওহিদুল ইসলাম

আয় খোকা আয় খুকী স্কুলে মোরা যাই
খুশি মনে লেখা পড়া শিখে শুধু যাই।
জ্ঞানী গুণী হলে ভবে পড়ে যেতে হবে
এই কথা জ্ঞানী জন বলে গেছে সবে।
জ্ঞানের আলো যার মাঝে নেই কোন কিছু
পদে পদে ঠেকে তারা মাথা করে নিচু।
এই কথা ভেবে যারা করে যাবে কাজ
কোন দিন পাবে নাকো তারা ভবে লাজ।
চল তাই,খুশি মনে করি লেখা পড়া
সুখী যদি হতে চাই এ জগতে মোরা।
             (৯/৮/২১ইং)