পাঠের ঘরে তালা মারা
মাঠের বুকে সবুজ ঘাস
লম্বা ছুটির ফাঁদে পড়ে
জ্ঞানের বনে গজায় বাঁশ।
হেলায় হেলায় যাচ্ছে সময়
পাঠের প্রতি নেই গতি
এমন করে চললে জীবন
দেশের হবে খুব ক্ষতি।
আঁধার ছেয়ে নামবে ঢল
অন্ধ যদি হয় বিবেক
এখন সময় ভেবে দেখার
সামনে বিপদ চেযে দেখ।
(১১/০৩/২১ইং)