রসের হাঁড়ি ভেঙ্গে গেছে
দুষ্টু ছেলের ঢিলে
কুকুরগুলো দৌড়ে এসে
রস খেলো সব গিলে।
শূন্য হাঁড়ি রইলো শুধু
মলিন বেশে পরে
কেউ এলোনা একটু কাছে
ফেলতে তারে দূরে।
কুজন লোকের রঙ্গ মেলায়
সুজন সাধু শেষ
নীরব হয়ে তবু দেখি
জগতের এই বেশ।
(৩১/১২/২০ইং)