কটুকথা ছোট ব্যথা যন্ত্রনা যতো
ভুলে যাও ভুলে যাও বন্ধু শতো।
মন্দ ও দ্বন্দ্বকে মাটি চাপা দিয়ে
প্রণয়ের তরে দিও হাত বাড়িয়ে।
পুষ্পের কলি দিয়ে ক্ষত সব ঢেকে
খুশি মনে টেনে নিও তোমাদের বুকে।
গত যা হয়েছে ভুলগুলো মোর
ক্ষমা করে খুলে দিও প্রণয়ের দোর।
ঢের বেশি আশা নেই এই মনোপ্রাণে
তোমাদের লোক বলে নিও শুধু মেনে।
সকলের মুখে যদি দেখি আমি হাসি
অতীতের যাতনা ভুলে হই খুশি।
(৩০/১২/২০ইং)