কে যাবে আয় খোকা খুকী
দেখতে খুশির গাঁও
মন পবনে হাসির রঙে
বাইতে সোনার নাও।
হরেক রকম মজার ছড়ার
খুঁজে পাবে মেলা
দেখবে সেথা মন মননে
খুশির শত খেলা।
হেসে খেলে পড়ে যখন
শিখবে নতুন পড়া
দুষ্টামী সব ভুলে যাবে
ছড়া পাঠে তোরা।
এমন মজা আর পাবেনা
নতুন ভাবের মাঠে
ছন্দ তালের সুরে সুরে
ছড়া শিখবে পাঠে।
প্রাণ জুড়াবে মন জুড়াবে
পড়বে যখন ছড়া
সোনামণি খোকা খুকী
কইরে আজি তোরা?
(১৪/১২/২০ইং)