ভোর বিহানে খোকা খুকী
ফুল বাগে এসে
কুড়িয়ে নিলো খুশি হয়ে
আঁচলে ফুল হেসে।
ভোরের হাওয়া গায়ে মেখে
ছুটে এসে বাড়ি
পড়তে এলো দাদুর কাছে
ভুলে মনের আড়ি।
স্কুলের পড়া সকল কিছু
খুশি মনে শিখে
নাওয়া খাওয়া সেরে তারা
স্কুলে গেলো সুখে।
        (২৩.১১.২০ইং)