বিশ্বাস করে যারে আমি
বুকে দিলাম ঠাঁই
হঠাৎ ফিরে দেখি আমি
সেতো পাশে নাই।
কি এমন ভুল ছিলো
তার সাথে মোর
পাশে না থেকে সে
চলে গেলো দূর?
কথা ছিলো এক সাথে
সুখে দুখে রবে
দয়া মায়া প্রেম প্রীতি
হাসি মুখে দিবে।
কই গেলো সে দিনের
সেই কথা তোর
খুশি মনে ফুল নিয়ে
কাঁটা দিলে মোর।
             (৩০.১০.২০)