শোকের বন্যা খুশির বন্যা
এক মোহনায় মিশে
ঈদ এলো জগৎ জুড়ে
মলিন বদন বেশে।
রঙ বেরঙ্গের জামা গায়ে
আর হবেনা সাজ
খোলা মাঠে ঈদের জামাত
হবে নাকো আজ।
ঈদ আনন্দ বিলিয়ে দেবার
সাধ্য কারো নেই
সবার মুখে অতীত ঈদের
আনন্দ আজ নেই।
লক ডাউনের ফ্রেমে বন্দি
চিত্ত সুখের মেলা
আপন ঘরে একলা বসে
চলবে খুশির খেলা।
(২১/০৫/২০ইং,রাঃ১:২৫)