ভাসিয়ে দেবে
মোঃতওহিদুল ইসলাম
বৃষ্টি পড়ে শান্তি হবে মা মাটি ও দেশ
জীর্ণ জরা ধুলোয় মিশে যখন হবে শেষ।
বনে বনে ফুল ফুটিবে ফসল ফলবে মাঠে
গাঁয়ের চাষী যাবে যেই সোনার মাঠে ছুটে।
গাইবে মাঝি মনের সুখে ভাটয়ালী গান
মাছগুলো সব ফিরে পাবে নতুন করে প্রাণ।
গাঁয়ের বধূঁ জল আনতে যাবে নদীর ঘাট
খোকাখুকী সাঁতার কাটতে আসবে সেথা ছুটে।
হরেক ফুলের গন্ধে ব্যাকুল হবে সবার মন
বাংলা মায়ের রূপ দেখে হাসবে সারাক্ষণ।
সাঁঝের বেলা বন পাখিদের দেখে খুশির মেলা
আনন্দে মন ভাসিয়ে দেবে খুশির গাঙে ভেলা।
(৮/৮/২১ইং)