ঘুমের ঘরে আধমরা আর রইবে কত শোয়ে
এবার ওঠো এই পৃথিবী দেখবে যদি চেয়ে।
অন্ধকার ঐ বন্ধ ঘরে রইবে কত দিন
কালের গর্ভে বিলীন হচ্ছে সময় প্রতিদিন।
এখন সময় জেগে ওঠো সৃষ্টি সুখের ছন্দে
দৃঢ় চিত্তে এগিয়ে চলো কুসুম কলির গন্ধে।
ভয়কে ভুলে সাহস নিয়ে করলে মাঠে চাষ
দুঃখ ছাড়া সুখের ঘরে থাকবে বারো মাস।
তোমার ছোঁয়ায় কাটবে আঁধার এই করে পণ
শক্ত পাথর ভেঙ্গে তাতে বীজ করো বপন।
খুশির স্রোতে এই পৃথিবী পাবে নতুন প্রাণ
সভ্য ফুলে ভরবে বাগ বাড়বে লোকের মান।
(১২/১০/২১ইং)