তোমায় যে আমি কত ভালোবাসি
বুঝনা তুমি বুঝে তারা শশী।
আবেগে যে আমি কত কথা বলি
সে কথার মর্ম ভাব ভাষা না বুঝে তুমি
কেন যাও সব ভুলি।
কবিতার প্রাণ ছন্দ তাল ভাষা শব্দ সব তুমি
বাঁধা বিপত্তি উপেক্ষা করে জয় করেছো মোর মনোভূমি।
তুমি হাসলে আমি হাসি, হাসে এই ধরাময়
তোমার দুখে কত যে কাঁদি জানে দয়াময়।
মান অভিমান সব কিছু ভুলে
খোলামনে আজি সব যাও বলে।
কথা বলো হাসিমুখে বেলা অবেলায়
তোমার অপেক্ষায় কত যে স্বর্ণালী সময় বয়ে যায়।
তুমি সাহসী তুমি বীরঙ্গনা তবে কেন প্রাণে ভয়
তুমি কেন পারোনা এ মন করিতে জয়?
এসো কাছাকাছি বসে করি লেনাদেনা
তুমি আমি এক হয়ে,হই চিরচেনা।
     (২০/৮/২১ইং,সঃ১১ঃ৩৫মিঃ)