সাজাবে কি
                 মোঃতওহিদুল ইসলাম

চলতে গিয়ে থমকে দাঁড়াই  এই বুঝি এলে
গুমরে কাঁদে মনটা আমার বুক ভাসে জলে।
পাখির গানে ভেসে আসে তোমার গানের সুর
আমি ভাবি তুমি কাছে নয়কো বেশি দূর।
রাখালীয়ার বাঁশির সুরে তোমার কথা বলে
তুমি এলে গোলাপ জবা পাপড়ি ধরে মেলে।
যখন দেখি গাঁয়ের বঁধূ ঘোমাটা দিয়ে চায়
তখন তোমার কথা আমার মনে পড়ে যায়।
মেঘ বালিকা আকাশ জুড়ে যখন বেড়ায় ঘুরে
মনটা চাহে কাছে গিয়ে জড়িয়ে ধরি তোরে।
সাঁঝের বেলা আবির মেখে গগন যখন সাজে
আমি ভাবি তুমি আছো ছোট্ট হৃদয় মাঝে।
সাত সকালে সোনার রবি যখন ওঠে হেসে
মন বলে গো তুমি আছো ছায়ার মতো পাশে।
আঁধার রাতে গুমোট কষ্টে বাড়লে মনে ব্যথা
নিশী জাগা পাখি হয়ে ভাবি তোমার কথা।
চোখের তারায় দিন রজনী ভাসে তোমার ছবি
কল্পনার সব গল্প লিখে আজকে আমি কবি।
হেলে দোলে নদীর বনে কাশ ফুলে খায় চুমা
ফুল সুবাসে নূপুর পায়ে ছুটে আসে তমা।
কল্পনাতে হৃদয মাঝে যার ছবিটি আঁকি
আমায় সে কি কাজল করে সাজাবে তার আঁখি?
                      (২০/৮/২১ইং)