এ বড় ও ছোট বলে যে কুমড়ো গুলো ঝগড়া করছিল পরস্পর বাগানে ভোরের প্রথম আলোতে তারা থেমে গেল শিশির মুছতে গিয়ে মাথায় হাত দিয়ে দেখলো যে একটা অচেনা দড়ির মতো নমনীয় লতা তাদের পারস্পরিক যুক্ততা বাঁশের মাচা-তে দোদুল্যমান কুমড়ো গুলো একসাথে ঝুলে আছে পৃথিবীর ভোরের বাতাসে