আমি বলি সে আসবে না,
তার পদধূলি আমার আঙ্গিনায় পড়বে না,
অপেক্ষা আমি করিবো না,
মিছে স্বপ্ন বুনিবো না।
বাতাস বহিতেছে,
কানে যেন কেউ শব্দ করিতেছে,
সে আসবে,
তার পদধূলি তোমার আঙ্গিনায় পড়বে,
হয়তো ভিতর প্রবেশ করবে,
আত্মপ্রকাশ ঘটাবে,
মনোহর সত্তা খুঁজে বের করবে,
নয়তো বহিঃস্থে পদচিহ্ন রেখে যাবে,
তবুও সে আসবেই।