দরজার দিকে অধীর দৃষ্টিতে তাকিয়ে রহিমা,
এই বুঝি দরজাখানা খুলিলো,
কেউ বুঝি হাত খানা বাড়ালো।
যে বাড়াবে হাত,ধরবে তার হাত
শুধু দরজা খোলার অভাব!
চোখের কোণে জল তারপরও অপেক্ষার প্রহর।
অপেক্ষায় অপেক্ষায় রহিমা হয়লো বিলীন,
কেউ আসিলো না, দরজাখানাও খুলিলো না।
হয়তো আসিলো কেউ,
বহিঃস্থ দরজাখানা খুলিলো
অন্তঃস্থ দরজাখানা রহিয়া গেলো।