শুনোনা!
একটা উত্তর দাও না,
কবে আসবে স্বস্তি নামক ভোমরা? কবে ছুঁবে নিষ্পত্তি নামক শীতল হাওয়া?
রুদ্র হৃদয় তোমায় দোষায়,
রাগ, জেদ অপ্রকাশে রেখে
অভিমানের চাদর ঝাপটায়।
ঝাপটাতে ঝাপটাতে ভাবুক মনে প্রশ্ন করে বসে–
আচ্ছা! তুমি কি আসলেই কিছু করো?
ভাগ্য বলতে কী বুঝাও?
তুমি দর্শক হয়ে বসো, নাকি ডিরেক্টর হয়ে নিয়ন্ত্রণ করো?
যুক্তি-তর্ক করতে করতে অস্থির হয়ে যায়,
দিনশেষে আবার নিজ বিশ্বাসে ফিরে যায়,
বাচ্চা মন আবার প্রার্থনা করে উঠে,
পূণরায় আবার একই বুলি নিয়ে আসে।