তারপর শুধু পতন;
অভিকর্ষহীন মুক্ত পতন।
এভাবেই আজ সব ছিন্নবিচ্ছিন্ন-
অন্ধকার উপত্যকায় পড়ে রয় ;
স্তূপ হয় প্রতিটি অঙ্গপ্রত্যঙ্গ
জমা হয় নাম না জানা মৃতদের স্তুপে।
একমুঠো স্পর্শ-
বিলীন হতে চায় যখন মহাকালের গর্ভে;
শ্মশানের ছাই হয়ে পুড়িয়ে দেয় ফুসফুস
বিভ্রান্ত আমি আরো একবার।
এভাবেই তুমি চূর্ণ করেছ আমায়
প্যারাফিনের আলোয় পথ চিনিয়ে-
হারিয়ে গেছ তারপর।
যে ক্ষত তুমি বহন করেছ তিন যুগ,
ছড়িয়ে পড়েছে তা এই ভঙুর দেহে।
শিরায় উপশিরায় প্রবেশ করেছ তুমি -
সেই ক্ষত হয়ে।
আজ তুমি একা নও মীনাক্ষী
মশালের আলোয় দেখো-
পাশে এসে দাঁড়িয়েছি আমি।
ঐ তো মহাসুর আসছে/
আসছে মহাবন কাঁপিয়ে।
আজ তুমি একা নও মীনাক্ষী-
আমি আছি তোমার পাশে।