যেদিন তোমায় আমি খুন করব,
সেদিন আকাশে থাকবে ভরা জ্যোৎস্না,
ভেসে যাবে বুড়ো ছাদ সে আলোর বন্যায়।
ধূমায়িত কফি হাতে দাড়াব তোমার পাশে;
ঐ কবিতাটা পড়ে শোনাব শেষবারের মত;
তারপর....

যেদিন তোমায় আমি খুন করব,
আকাশ ভেঙ্গে সেদিন নামবে ঝুম বৃষ্টি।
বৃষ্টিতে ভিজে নিষ্পাপ হবে তুমি সেই প্রথম দিনের মত।
এলো চুলে গোলাপী শাড়িটা পড়ে দাড়িও আমার পাশে।
দুচোখ ভরে দেখব শেষবার ;
তারপর.....

আর যদি জানতে ইচ্ছে হয়  'কেনো এ জিঘাংসা?
জেনে নিয়ো এ পৃথিবী তোমার যোগ্য নয়।
বড্ড বেমানান তুমি দিনের আলোয়,
কিংবা আটপৌড়ে ব্যাস্ততায়।
কিংবা আশেপাশের শুঁয়োপোকাদের মাঝে।
বড্ড কোমল তোমার হাত,
রুক্ষ পৃথিবীতে তারা যে অসহায়...

তুমি বরং আকাশ হয়েই বাঁচো,
কিংবা হয়ে কর্কটের সুমিত্রা।

তারপর....বল...
কিভাবে খুন হতে চাও তুমি?
ধারালো ছুড়ি না সায়নাইড?
না চাঁদের আলোয় ঝলসে?
না ওফেলিয়ার মত জলে ডুবে,
কোন নির্জন শীতের রাতে?