সময়ের সাথে মিশে গেছি
থাকি ভূপৃষ্ঠের এই খর তপ্ত দাহে
মেকি ভালোবাসা - ঝুঁট সোহাগ
অনাকঙ্কখিত প্রেম নয় কাম্য আর ।
চৈত্রের তাপদাহ পোড়াতে পারেনি-
পোড়াতে তোমার অবহেলায় ,
পুড়েই যে হয়েছিলাম খাটি সোনা ।
এই হৃদয় ,
জুড়ে থাকা কবিতা যত
তোমায় আজ করছি সমর্পণ ।
যেখানে খুশি সাজাও ইচ্ছামতন-
স্বপ্ন ,
ঘুরো পক্ষীরাজ রূপে
হাওয়ায় হাওয়ায় পাখনা মেলে
পোড়াও কোমল হৃদয় শত ।
মরীচিকার ফাঁদে পর্বে পর্বে
দেখেছি কি ভয়াল যাতনা ,
মনের গহীনে আঁধার -
মিশে আছে সর্পের বিষাক্ত ফণার মত ।
আমি অসহায়া নিঃসঙ্গ
ডানা ভাঙ্গা এক প্রজাপতি ,
ছিলাম কোন এক দিন তোমার হৃদয়ের একছত্র অধিপতি
ক্রন্দন রত এই আঁখি -
তাই আজ এ জীবন নির্দ্বিধায় দিয়েছি আহুতি ।
শেষ কথা বলে যাই
বুঝেছি, তোমার কোথাও আমি নাই
রঙ্গিন হাওয়ায় যে বসতি গড়েছ ?
কোন এক দিন ভেঙ্গে পড়ে যদি ধূসর মৃত্তিকায়
তবে এসো ফিরে এই হৃদয়ের আঙ্গিনায় ।