ঘুমের ঘোর কেটে গিয়ে
যখন আমি উঠি,
মন চায় তোমার তরে
লিখি একটা চিঠি।



খাতা কলম নিয়ে আমি
লিখতে বসি যেই,
পারিনা তোমায় লিখতে কিছু
হারিয়ে ফেলি খেই।



তদুপরি আমি লেখার তরে
করি প্রাণপণ চেষ্টা,
যেভাবেই হোক মেটাতে হবে
আমার মনের তেষ্টা।



খাতা থেকে যায় পাতা
কলম থেকে কালি,
আমার চিঠি হয়না লিখন
লাগেনা জোড়াতালি।



বসা হতে আধশোয়া হই
আধশোয়া হতে শোয়া,
লাগেনা তবুও চিঠিতে আমার
বিন্দুও প্রেমের ছোয়া।



বারবার ব্যর্থ হয়ে আমি
সব ছিড়ে ফেলি,
এভাবে প্রথম প্রেমের চিঠি
দেই জলাঞ্জলি।