গাছের গোড়ায় বসে আছি
পাশে একটি বিল,
ভাবছি আমি আনমনে
কষ্টের রং নাকি নীল!
কষ্ট যদি নীল হয়
সুখ তবে কি?
সুখ বুঝি সাদা হয়
মন বল্ল জী।
ভাবনার ঢেউ এগিয়ে যাচ্ছে
গভীর নদীর জলে,
যেই নদীতে অনেক প্রশ্ন
সাতরে সাতরে চলে।
হঠাৎ মনে প্রশ্ন জাগলো
আকাশ নীল কেনো?
কষ্টের সাথে আকাশের আবার
সম্পর্ক আছে নাতো?
ভাবতে ভাবতে এবার আমি
ঢিল ছুড়লাম বিলে,
বিলের পানি ছিটকে এসে
জবাব দিলো দিলে।
আকাশের মাঝে অনেক ফাকা
কভু হয়না পূরণ,
তাই সে নীলকে করেছে
সারা দেহে বরণ।
মনের কোন আশা যদি
পুরণ না হয়,
কষ্ট এসে মনের মাঝে
জমাট বেধে রয়।
তাই বুঝি কষ্টের রং
নীল বলা হয়েছে,
কষ্ট আর আকাশের ধরন
সত্যি মিলে গেছে।