আমি একটি কথা বলতে চাই!
কিন্তু,
বাবা বলল"বেশি বাড়িস না খোকা,
করেছে অনেকেই তোর মত
তারাও হয়েছে বাঁকা।"




আমি একটি কথা বলতে চাই!
কিন্তু,
মা বলল"কি দরকার বাবা!
এ পথে আছে বাধা,
আর ঘাতকের নির্মম থাবা।"



আমি একটি কথা বলতে চাই!
কিন্তু,
সমাজপতি বলল সবার সামনে
"এসব বলিও পরে,
মনে রেখো, ফুড়ির পাখা গজায় কিন্তু
মরবারই তরে"




আমি একটি কথা বলতে চাই!
কিন্তু,
কে আমার কন্ঠ চেপে ধরেছে?
কে আমার বুকে পাথর চেপেছে?
জানিনা,
হয়তো দৃশ্যমান কিংবা অদৃশ্যমান কেউ।
যেই ধরেছে,সফল হয়েছে,
কেননা,
আমার বুকে ভয়ের বাসা বেধেছে।



বিঃদ্রঃ আমাদের সমাজে অনেক অরাজকতা চলছে। কিন্তু সেগুলো পরিবর্তনের জন্য কেউ এগিয়ে আসছেনা।
আর যদিও বা কেউ আসে তাকেও এমনভাবে নিরুৎসাহিত করা হয় যে নতুন কেউ তা করার জন্য সাহস পায়না।
সেই নিমিত্তে লেখা।