তার সুন্দর একটা শৈশব ছিল,
পিঠে তার চেয়েও ভারি ব্যাগ ছিল,
খেলনাগুলোতে ধুলো জমছিল,
তাকে প্রথম হওয়ার প্রতিযোগিতায়-
নামানো হয়েছিল !
তার মনের মাঝে একটা আর্তনাদ ছিল,
শৈশবকে ফিরে পাওয়ার আর্তনাদ,
সে উদ্যানে খেলতে চেয়েছিল,
তথাপি সে চার দেওয়ালে বন্দি হয়েছিল,
চল তার স্বপ্নগুলোকে ফিরিয়ে দেই,
কংক্রিটের খাঁচা ভেঙে মুক্ত আকাশে উড়ান দিই,
শিক্ষার সফরে এক নতুন জগৎ গড়ি,
চল আমরা নব শপথ লয়ে এগিয়ে চলি।।