আঙুর লতায় তোমার স্মৃতি আজো অম্লান,
স্নিগ্ধ পবন মাখিয়ে দেয় তোমার স্নেহের পরশ ,
পিঞ্জরায় বসে থাকা কাকাতুয়া গাহে গান,
হঠাৎ বৃষ্টিতে মনে নামে প্রবল খুশির ধস।।
মাঠ ভরা কাশ যেন তোমার শুভ্রতা ছড়ায়,
শরতের কাদম্বিনী গগনেতে টানে রংতুলি,
রংধনুর ছটা তোমার ছবি মনে গাঁথায়,
হৃদয় মানসপটে খোদাইত হয় তোমার জলকেলী।।
সন্ধ্যার নীলাম্বরী তারকাখচিত রাতের গল্পে নামে,
চাঁদনী এসে প্রদীপের সাথে কথা গল্প জুড়ে বসে,
আমার চিত্তে তোমার কাঁকন সহসা বেজে ওঠে,
তোমার কন্ঠ লয়ে যেন ঝিঝি পোকা ছন্দ বাঁধে।।