আচ্ছা রাত জেগে গল্প করার কথা মনে পড়ে?
এখন ও কি জেগে থাকো নাকি...
জানো হতে চেয়েছিলাম তোমার বর্তমান
ভাগ্যের ফেরে হলাম প্রাক্তন
আজ তোমার আমার মাঝে অদৃশ্য কাঁচের দেওয়াল!
চোখের সামনে থাকলেও ছুঁতে পারিনা তোমায়!!
মাঝে মাঝে পথে-ঘাটে তোমাতে আটকে যায় চোখ,
বড্ড জানতে ইচ্ছে করে আজো কি তোমার শার্ট আমার পছন্দের সুগন্ধিটা মাখে?
নাকি সেই সুগন্ধি কৌটে জমেছে ধুলো, ঠিক আমাদের সম্পর্কের মত!
আজো কি কলে বিজি থাকলে কেউ বকাবকি করে?
কেউ কি হঠাৎ রাত তিনটার সময় ভয় লাগছে বলে অনুভবে জাপটে ধরে?
আমি তো চাইলেও পারিনা যে, মাঝে তো অদৃশ্য কাচের দেওয়াল!!
আমরা কি আবার পারিনা দুজন একসাথে চলতে?
মাঝের এই অদৃশ্য কাচের দেওয়াল ভাঙতে?
নাকি তুমি জড়িয়ে পড়েছো অন্য কারোর মোহ-মায়ায়,
আমি হয়তো পরিনত হয়েছি তোমার স্মৃতির কোন এক ক্ষুদ্র আবর্জনায়!!