তারকাচ্ছিত কোনো এক নিশুতি রাতে
জোৎস্নাত আলোকরশ্মি লিখছিল কবিতা,
স্নিগ্ধ পবন আর নীলাম্বর নীলিমার সাথে
ডাইরীর পাতা ছুঁয়ে চিত্তের কতশত সৃজনতা।
অপলক নেত্রপল্লবের বিনিদ্র হিরণ্ময়ী চাহুনি
গেঁথে চলে অব্যক্ত বিরহের ছন্নছাড়া গল্পমালা,
প্রকৃতি নিরঙ্কুশ মিশিয়ে চলে তার ছন্দ গাঁথুনি অন্তর্জ্বালের পিষ্টতায় হারিয়ে যায় সুখের শিল্পকথা।
অশ্রুসিক্ত নয়ন ভেজায় পুরানো স্মৃতির পাতা
ছন্দগুলি যেন হয়ে যায় বিরহ মুক্তির যাঁতা,
প্রভাতী আলোয় মর্মব্যথা হয়তো যাবে ঘুচে
অবহেলার কালিমা ভালোবাসার আলোয় যাবে মুছে।।