আমি চাই এমন একটা সকাল হোক
বিশুদ্ধ পবন ছুঁয়ে যাক বিশ্বের বুকে,
আমি চাই এমন একটা সকাল হোক
মহামারী হেরে গেছে রব উঠুক মুখে,
আমি চাই এমন একটা সকাল হোক
ট্রেনের শব্দে ঘুম ভাঙুক ছেলেটার,
আমি চাই এমন একটা সকাল হোক
ফাঁকা স্কুলঘর হোক মাছের বাজার।।
আমি চাই খুশির রব উঠুক ঘরে ঘরে,
দুঃখ ভুলে মানুষ মেতে উঠুক উৎসবে।
ফাঁকা নির্জন রাস্তায় উপচে পড়ুক ভিড়,
পৃথিবী হয়ে উঠুক সকলের শান্তির নীড়।।