তিমির

কুপির তেল ফুরিয়ে আলোটা
নিভে গিয়েছিলো বলে-
স্তব্ধ তিমিরে   মা'কে জড়িয়ে ধরেছিলাম।

মা আমার মাথাটা তাঁর বুকের মধ্যে মিশিয়ে  
বলেছিলেন ---
ভয় পেয়েছিস খোকা!
যারা জন্ম থেকে পৃথিবীর আলো  থেকে বঞ্চিত
তাদের কাছে রাত আর দিন
দু'টোই সমান,
নির্ভয়ে তারা  নিয়তিকে মেনে নিয়েছে।  
স্বার্থের তিমিরে যারা
সত্যের আলো দেখে না -
তাদের কাছ থেকে দূরে থাকিস  চিরকাল।

একদিন যে তিমির দেখে আতকে  উঠেছিলাম
সম্প্রতি প্রত্যুষে  আমি তিমির দেখি
মহাপ্রস্থানের   আগে ।
অভিন্ন মিলের - মায়ের কথা গুলো  এখন
দৃষ্টিতিমিরে   মিলেমিশে  একাকার ।