তুমি এভাবেই মিশে থেকো
আমার নিজস্ব আদলে অনাদায়ী কষ্টে,
পড়ন্ত বিকেলের অপেক্ষা লগ্নে
এক উঠান প্রচ্ছদ গলির মুকুলিত ঘ্রানে।
খাপের আবেগী দ্বার সুদ্ধির বাতাস,
সীমানা ছাড়িয়ে ইচ্ছের ডানা মেলে দিলে
তুমি পুলকিত স্নানে।
প্রেমের অসীম অরণ্যে উৎকণ্ঠায় তুমি
বাহুর উষ্ণতা ছুঁতে চেয়েছ সঙ্গী
ছায়ার শরীরী মায়ায়,
দায়িত্বের নিরন্তর জানালায় বহু...দূর, বহু...দূর ।