শুধরে নিব কিনা জানি না
তা মনের ভিতর যে অনল অহর্নিশ পুড়ে পুড়ে
যে ঘা সৃষ্টি করেছে -
ক্ষতর উপরে যে শুকনো প্রলেপ পড়েছে
তা সময়ে সময়ে পেকে ফুলে টনটন করে।
তোমার নিক্ষেপের সমস্ত আঁধার
রাত্রির কোলে আরো ভয়ঙ্কর,
আরো গুমোট হয়ে আসে।
আমার জীবনের স্বপ্নময় চৌকিতে
যৌবনের তৃপ্তি নিয়ে একদিন
তোমার প্রতিটা নিঃশ্বাসে মিশে গিয়েছিলাম আমি।
এখন আমি আর আমাতে চঞ্চল নেই,
তুমি নিত্য বলয়ে আমুল বদলে দিয়েছো আমার জীবন,,,
রমনীর স্বাদ আকাঙ্খা।
শীর্ণ পাতায় ভরে দিয়েছো আমার সবুজ বাগান।
এক নিমেষেই তোমার সমস্ত উপকূল নিয়ে
স্রোতের কম্পনে নতুন মোহনায় মিশে গেলে -
আমার শূণ্যতা
আমার শীর্ণ বুক নিয়ে দাঁড়িয়ে দেখেছি
তুমি অন্য নদীতে মিশেছো- দুঃসহ সে ক্ষণ।
চেতনাহীন স্তরে স্তরে সাজিয়ে
কাঁশফুলের অলিন্দে শ্রাবণের অঝোর বৃষ্টি, ফাগুনের প্রথম দোলায় তুমি
আজ অন্য এক তুমি।