টুকরো জীবন , ছেঁড়াপালের মতো উড়ছে ছাঁই হয়ে বাতাসে ।স্বপ্নগুলো চার দেয়াল থেকে মুক্তি পায়নি বলে অগ্নিদগ্ধ হয়ে মিশে গেছে হৃদয়ের উত্তাপে।
তাই ক্ষণজন্মা জীবন গদ্য পদ্যের হিসেব মিলাতে কখনো সমতলে মিশে গেছি তোমাদের দাম্ভিকতার শহরে।
হীরক খন্ড নীল ! শুনেছি নীল মানেই কষ্টের আয়োজ। তাই জলের মোহনায় কোনদিন আমি নীল দেখিনি। শুধু জানতে চেয়েছি অবিচ্ছিন্ন মায়ায় কেটে যাওয়া এক জীবনের উপাখ্যান।
কতো কি ঘটে যায় , মধ্যেবিত্তের বিপ্লবী সংগ্রাম । উঁচু নীচু রকমারী চলন। জানি ঘোর কেটে যাবে একদিন। প্রণয় প্রদীপের আয়ু ফুরিয়ে যে দিন নিস্তব্ধ হবে, যন্ত্রণার অনুষঙ্গ আমাদের ঘর ময় গরল উপচে পড়বে । সমস্ত আকাশ জুড়ে মেঘ উপড়ে ফেলা বাতাসের তীব্র ফনা - রক্ত সিঁদুরে চিহ্ন রেখে যাবে শেষ বিকেলের কোলে। আমি সে দিন ও যাব না একাকাশ নীলের চোখে চোখ রাখতে।