মধ্যরাত সারা আকাশ জুড়ে
আলোর বিস্ময় ছায়া পথ
উচ্ছ্বাস চাঁদের সাথে খেলে,
এতসব আয়োজনে আমি দেখি
আমার বর্ণমালার ভোর।
বাহান্নর পাতা জুড়ে অবিচল ইতিহাস
উজ্জ্বল, অমলিন, উম্মেস মানুষের অহংকার।
আ-মরি বাংলা ভাষা।
সালাম,রফিক, জব্বার
আরো কতো নাম না জানা
শহীদের রক্তে সেদিন-
রাজপথ রক্তগঙ্গায় ভেসেছিল,
বুলেটের শব্দে কেঁপেছিল গোটা দেশ—
বিনিময়ে লাখো বাঙালি
বিজয়ের গৌরব গাঁথা
প্রভাতফেরি,একুশের মহান ভাষা, মা, মাটি
স্বীকৃতি পেল বিশ্ব দরবারে মাথা উঁচু করে।
আমি চাইনা স্বর্গরাজ্যের ত্রিয়োদশ,
স্বর্গের মর্তসীমা থেকে—ও
অনিন্দ্য ভালোলাগা আমার দেশ,
আমার মাটি, আমার একুশ,
আমাদের অর্জিত অহংকার।