চোখে চোখ, হাতে হাত রাখা হয়নি আমাদের -
পাশাপাশি বসে কিংবা সম্মুখে দাঁড়িয়ে তোমার গন্ধ নেয়া হয়নি।
তোমারই চোখে আঁকা চৌহদ্দির স্বপ্ন প্রতি রাতে একেলা জাগে আমার শরীরি ছায়ায়,,,।
আজ আমার গল্প পাড়ায় তুমি নেই, আমোদি আলাপে হয় না দুপুর জলের বুক চিরে।
বাসন্তী মুকুলে এখন আর অবসর আসে না,
বরষার উজানে কদম আর শিউলি - গন্ধ তোলা টুপটাপ দুপুরে আমারদের এই পথে হাঁটা হয় না কতোদিন...... !
সবুজ কচিপাতার ছাউনি তোলা উদোম আকাশের ছায়ায় জোছনা দেখা হয় না...... !
নিকশ কালো আঁধারের বুকে খন্ডিত জীবন সে এক বিষাদময় জানি - তবু ভালোবাসা একা একা আসে যায়, চুপিচুপি...... ।