মুক্ত জ্ঞাতি
বৃষ্টি ঝরে ভোরের হাওয়ায়
রিক্ত দিনের আপন মায়ায়
বাদলা ফোঁটার বিরামহীনে
জমছে যে মেঘ শান্ত চাওয়ায়।
মেঘের হিসেব কেই বা জানে?
জনজীবন একলা থামে
থামছে দারুণ গল্প খাতায়
দিনযাপনের ক্লান্ত মানে!
ভোর পালিয়ে মেঘ লুকিয়ে
বৃষ্টি যেমন যায় মিলিয়ে
চলতি সুখের বন্য দিনে
সিক্ত সে সুখ যায় পালিয়ে।
ধূসর আকাশ আলোর গানে
সূর্য নামায় স্নিগ্ধ ঘ্রাণে
পলক পরে যেদিন ফুরায়
সেদিন গাঁথা রূদ্ধ প্রাণে।
রিক্ত সেদিন বৃষ্টি হারায়
পাখির রবে ভোরের মায়ায়
মুক্ত জ্ঞাতির অচিন বরণ
বাদলা ধূসর মর্মে ছড়ায়!