মধ্যরাতে দালানকোঠায়
সোঁদা মাটির সুঘ্রাণ বয়
শুকনো খরার শহর পুড়ে
হঠাৎ অচিন বৃষ্টি হয়!
তপ্ত দিনে উড়ছে ধুলো
সঙ্গে হাজার অভাববোধ
দিনের মাথায় ছাপ ফেলে যায়
নিঝুম জমাট শক্ত ক্রোধ!
বৃষ্টি ঝরে তুমুল স্রোতে
গ্রিলের ফাঁকে বিন্দু জল
জল গড়িয়ে মানব পাঁজর
কার ভেদাভেদ ভাঙবে বল্?
থাক্ না তেমন খরার শহর
থাক্ সেখানে তপ্ত জোর
শান্ত ছোঁয়ার বৃষ্টি সেথায়
খুঁজলো না কেউ, অবান্তর!
এমন রাতে চুপ আঁধারে
বজ্র মেঘের তুফান বয়,
তীব্র সময় হারায় হারায়,
বোধের জনম আটকে রয়!