পরস্পরের প্রতিযোগিতায়
আমরা নিঃশেষ হয়ে যাচ্ছি তিলে তিলে
আমাদের মাথায় ব্যর্থতার তীক্ষ্ণ আঘাত
সেই আঘাতে আমরা ব্যক্তি স্বার্থে মনোযোগী হই
আমাদের আঘাতে শেখানো হয়েছিল সম্পদশালী হতে।
সেটাই একমাত্র মুক্তির পথ।
কার থেকে মুক্তি ছিল সেটা?
যেই কয়েদখানা নিজেই তৈরি করেছি, তার থেকেই তো?
চমৎকার অন্তর্দ্বন্দ্বে মাথায় গাঁথা হয়,
"তুমি ভালো নেই। তোমাকে ভালো থাকতে করতে হবে অক্লান্ত সংগ্রাম!
যে সংগ্রামে আনন্দ থাকে, তাকে সংগ্রাম বলে না।"
বিনা সংশয়ে ভালো থাকলে, সে চূড়ান্ত ব্যর্থ বলে ঘোষিত হয়।
কিন্তু ঘোষনা করার অধিকার পেয়ে গেল কারা?
তা কৌশলে লুকিয়ে, আলোকপাত করা হয়
তিলে তিলে সুস্থ আনন্দকে হত্যার সংগ্রামকে।
আমাদের নিঃশেষ হয়ে যাওয়া ভেতর
শুধুমাত্র আনন্দের জন্য ছোটে দিগ্বিদিক
যা সুলভ হবার কথা ছিল আমাদের মাঝে।
কথা ছিল পরস্পরের সহযোগিতায় প্রশান্ত পরশ পৌঁছাবার।
পৌঁছে দেওয়ার কথা ছিল সৌহার্দ্য…