বহুবছর পর পুরনো বন্ধুদের কাউকে দেখে
আমার মস্তিষ্ক চিনে ফেলে হঠাৎই
উত্তেজিত মস্তিষ্ক চলচ্চিত্র চালিয়ে দেয় চোখের পর্দায়
রোমাঞ্চকর চিত্র এক এক করে
চোখের সামনে বয়ে যায় কয়েক পলকে
মস্তিষ্কের বিভ্রান্ত করার ক্ষমতা প্রকট।
মস্তিষ্ক তার সজাগ অনুরণনে, হুট করে লুকিয়ে ফেলে
তাদের ভয়ানক বিদ্বেষের স্মৃতি
বিক্ষিপ্ত ঘটনার গ্লানি, ক্লান্ত অনুনয়, সবটা ।
মস্তিষ্কের নির্দেশে পা বাড়াই সজোরে,অকপটে।
কোমল মায়ায় স্পর্শ করি, জড়িয়ে ধরে ফেলি।
আমার ধূর্ত মস্তিষ্কে সজাগ থাকে শুধু বন্ধুত্বের ভালোবাসা
আর তাদের করোটিতে আমার যত অন্যায়, অপরাধের সমাহার ।
প্রখরতা বলতে আমরা যে সূর্যকে টেনে আনি,
তাতে ভুলে যাই, সারল্যের অনমনীয়তা।
মস্তিষ্কের বেঘোর নির্দেশে সৎবিৎ ফিরে আসে।
আমি দেখতে পাই, পুরনো ঘৃণা,
নিশ্চিহ্ন সম্পর্কের দৃঢ় ভস্ম
আমার মনে পড়ে -
তারা আমার কাছের কেউ ছিল না।