বুকের মাতাল হঠাৎ ডাকে
নিখিল জগৎ অঙ্গে পুরে,
হচ্ছে আঁকা ছন্দ যত
গ্লানির মিছিল, সবটা জুড়ে!
রক্ষা কোথায় হচ্ছে বলো
শিরায় বাঁচে দম্ভ বাতাস
শ্বাসটা স্বাধীন চুরুট টেনে
দেয় বিষিয়ে সুনীল আকাশ!
সন্ধ্যাটুকুও আজ দেখিনা
সূর্য লুকোয় সুবোধজনে
আঁধার তারার দুয়ারগুলো
ঠাঁয় দাঁড়িয়ে নামতা গোণে।
দুই দুগুনে চার মিলে যায়
জেল পেরিয়ে সুখ যে চলে
দুই দুয়ারীর কূল মেলে না
একলা ভাসে অতল জলে!
রক্ষা করে পাষাণ শাসক
তাও কি আবার হচ্ছে নাকি?
স্নায়ুর ভেতর চলছে যে ত্রাস
সেই অনাচার কোথায় রাখি?
সবকিছুতেই লাভের খেলা
গল্প সাজায় কোন রটনা?
গ্লানির মিছিল আলোর ছায়ায়
সরল বুকে বয় যাতনা!
শ্বাসটা আমার চাদর গায়ে
আল পেরিয়ে যাচ্ছে কোথায়
দিশ হারিয়ে খুব সে দূরে
আকাশ কুসুম স্বপ্ন পাতায়!
নিখিল জগৎ শূন্যে তুলে
নামতা ওসব ধুলোয় ওড়ে
মাতাল সে ঠিক স্বাধীন তবু
খুঁজছে শিকল আপন ঘরে!
১০/১১/১৯